পৌর মেয়রের পরিবার সদস্যদের অর্থায়নে অসহায় রোজাদার বিধবা মহিলাদের ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এর পারিবারিক সদস্যদের অর্থায়নে পৌর এলাকার ৫০জন অসহায় রোজাদার বিধবা মহিলাকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৭ মে রোববার সকাল ১১টায় পৌর মেয়রের বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মুসলিমা বেগম, এ্যানি বেগম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, মইনুল ইসলাম খান, কয়েস উদ্দীন, আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী প্রমুখ। অনুষ্টানে ৫০জন বিধবা মহিলাকে ১ কেজি ডাল, চিনি, চানা, পেঁয়াজ ও সেমাই বিতরণ করা হয়। এছাড়া ৮ জন এতিম মাদ্রাসা ছাত্রকে জনপ্রতি নগদ ৫০০ টাকা করে ৪ হাজার টাকা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন