শাবাব-মাহি হত্যা: প্রধান আসামী তুষার ৩দিনের রিমান্ডে

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম চৌধূরী তুষারের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহেল আহম্মদ।

তিনি বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে ৩দিনের মঞ্জুর করা হয়। সোমবার থেকেই এই রিমান্ড কার্যকর হবে।

উল্লেখ্য,  দুুপুরে তুষার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে শহরের বড়হাট এলাকার সাবেক কমিশনার আকিকুল ইসলামের ছেলে।

 

শেয়ার করুন