ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৭ মে রোববার  শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, প্যাকেটজাত খাদ্যপন্যে নিজেরা অতিরিক্ত দাম লেখা, খাদ্যপন্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা না থাকা, মাছ ও ফল ওজনে কম দেওয়া, ক্রয় বাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে মূরগী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে শ্যামল মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, চাদ মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, আল রাইয়ান বার্ডসকে ৫ শত টাকা, মজুমদার ব্রয়লার হাউজকে ১ হাজার টাকা , অর্জুন দাসের ফলের দোকানকে ৫ শত টাকা, আব্দুল মুনিম এন্ড সন্সকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন  শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন