শ্রীমঙ্গল ছাত্র মজলিসের মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মেধাবী এগিয়ে আসতে হবে

এহসান বিন মুজাহির:
২০১৮ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা।
রবিবার (১০ রমজান) বিকাল ৪টায় ভানুগাছ রোডস্থ আইসিএম কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর। ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক ফাহিম রাব্বারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, পৌর খেলাফত মজলিস সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, উপজেলা সহ-সভাপতি কাজী মাওলানা শিহাব উদ্দিন।সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ইকবাল হোসাইন কয়ছর বলেন-দেশ আজ এক চরমক্রান্তিকাল অতিক্রম করছে, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখিন। দেশের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হচ্ছে দেশের মানুষ সংশয়ে রয়েছে।সুপরিকল্পিতভাবে বিভিন্ন নেশা দ্রব্য ছড়িয়ে দেশ ও দেশের যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদক, ইয়াবাসহ নৈতিক অবক্ষয় রোধে মেধাবী ছাত্র সমাজকে মেধা নৈতিক চরিত্র মাধুর্যের মাধ্যমে এগিয়ে আসতে হবে। ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ বলেন-মেধাবী ছাত্রসমাজকে কোরআন হাদিস অধ্যয়নসহ জ্ঞানবিজ্ঞানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে।
শেয়ার করুন