শ্রীমঙ্গলে কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি:
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার বেলা পৌণে ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবাদিক,ইউপি চেয়ারম্যান,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এনজিও কর্মী,মসজিদের ইমাম,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ নেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লার পরিচালনায় কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।
রিসোর্স পার্সন ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তা মো.জসিম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটো।
উক্ত কর্মশালায় মতবিনিময়ে অংশ নেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ।#

শেয়ার করুন