পুকুরে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু

মনজু বিজয়॥ মৌলভীবাজার শহরস্থ দরগাহ্ মহল্লা এলাকায় আজ দুপুরে (বেলা ৩টায়) খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন শিশু। নিহত দুই শিশু কন্যা শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
স্বজনরা জানিয়েছেন, ২৮ সোমবার দুপুরে চান মিয়ার শিশু কন্যা অঞ্জনা আক্তার ও ইদ্রিছ আলীর শিশু কন্যা তানিয়া ও তাদের সহপাঠি আয়শা আক্তার দরগাহ্ মহল্লা এলাকার একটি পুকুরের পাশে খেলা করছিলো। এক পর্যায়ে তারা পুকুরে গোসল করতে নামলে ডুবে যায়। একজন পথচারি ঐ পথে যাওয়ার সময় দেখতে পান,একটি শিশু পুকুরের পানিতে হাবুডুবু খাচ্ছে। তাকে উদ্বারের পর জানা যায় আরো দুজন পানি ডুবে আছে। অনেক খোঁজা খোঁজির পর অঞ্জনা ও তানিয়া আক্তারকে উদ্বার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন