»এক্সক্লুসিভ»আহাদ চৌধুরী, মজিদ চৌধুরী ও শামীম চৌধুরীর মা ওয়াহিবুননেসা আর নেই
আহাদ চৌধুরী, মজিদ চৌধুরী ও শামীম চৌধুরীর মা ওয়াহিবুননেসা আর নেই
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
জালালাবাদবার্তা.কমঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, জালালাবাদ এসোসিশেয়ন ঢাকার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী ও টরন্টোর অত্যন্ত প্রিয় মুখ গ্রান্ড প্যালেস ব্যংকুয়েট হলের কর্ণধার আব্দুর রব চৌধুরী শামীম এর মা মোছাম্মাৎ ওয়াহিবুননেসা চৌধুরী আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় রাজধানী ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার প্রথম জানাযার নামাজ আজ বাদ-তারাবিহ্ ধানমন্ডিস্থ শংকর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামী কাল বাদ যোহর মরহুমার গ্রামের বাড়ি রাজনগরস্থ টগর পুরে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। মুত্যু কালে তিঁনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মোছাম্মাৎ ওয়াহিবুননেসা চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু, সাধারন সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামান, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব গভীর শোক প্রকাশ করেছেন।