স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক মাদক মামলার আসামী শীর্ষ ইয়াবা ব্যাবসায়ী আবুল হাসিমকে (৪০) ৯০পিছ ইয়াবা সহ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
সোমবার ২৮ মে দুপুর ২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে হাসিমের নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মমিনুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৯০পিছ ইয়াবাসহ আটক করা হয় হাসিমকে। আটক হাসিম সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত: লাল মিয়ার ছেলে বলে জানিয়েছে সূত্র। আটকের সত্যতা নিশ্চিত করে এএসআই মমিনুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে সূত্রে জানা গেছে, হাসিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সঙ্গে জরিত। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন এলাকায় মাদক বিস্তারের মূলহুতা এই হাসিম ।
এর পূর্বে শনিবার ২৬ মে বিকেলে সদর উপজেলার মোকামবাজার (নিতেশ্বর) এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহাঙ্গীর মিয়া (৩২) নামে আরেক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক জাহাঙ্গীর মিয়া মোকামবাজার (নিতেশ্বর) এলাকার মৃত সুরুজ মিয়া ছেলে। এনিয়ে ২দিনে গোয়েন্দা পুলিশের হাতে দুই ইয়াবা ব্যাবসায়ী আটক হলেন।