এতিমদের সাথে সনাফের ইফতার

স্টাফ রিপোর্টার॥ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সচেতন নাগরীক ফোরাম (সনাফ) মৌলভীবাজার।

২৭ মে রোববার  বিকেলে  সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভপতি তোয়াহিদ আহমদ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ আবুল কালাম আজাদ, ইব্রাহিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বেলাল,  সাংবাদিক ইমাদ উদ দীন, হোসাইন আহমদ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক  সাহাদ আহমদ,নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুনাহিম আহমদ কবির, অর্থ সম্পাদক কবির আহমদ শাহীন, মতিউর রহমান শিমুল, জুয়েল আহমদ, ওয়াজি আখন্দ প্রমুখ। আলোচনা শেষে অর্ধশতাধিক এতিমদের সাথে নিয়ে ইফতার সম্পন্ন য়।

 

 

শেয়ার করুন