স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মূল্য তালিকা টাঙানো না থাকায় ৪টি দোকানের সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
২৮ মে সোমবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমদুল হক বলেন, আজকের অভিযান ছিল অনেকটা সচেতনতা সৃষ্টি করার মত।