স্টাফ রিপোর্টার॥ পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রীতে ভুষিত হওয়ায় ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপনে মাননীয় প্রধানমন্ত্রী ,দেশরতœ শেখ হাসিনা কে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে একটি মিছিল বের হয়।
২৮ মে সোমবার দুপুর ১২.৩০মিনিটে মৌলভীবাজার চৌমুহনা চত্বর থেকে ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম ও সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন এর নেত্বিতে মিছিলটি মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে চৌমুহনা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি,ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম ও সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও শেখ আব্দুছ ছামাদ আজাদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক পিকলু চন্দ্র প্রমুখ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার উদ্দিন আহমদ, অমিদ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহের হোসনে জাকির, পিকলু দাস, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী রবিন, তুষার মোনায়েম ও বর্তমান সহ-সভাপতি ফয়সল মনসুর।
বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রিতে ভূষিত করায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তাই মৌলভীবাজার ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী ডি-লিট ডিগ্রীতে ভুষিত হওয়ায় মৌলভীবাজার ছাত্রলীগের মিছিল ও সমাবেশ
শেয়ার করুন