পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার বরমচালের চা বাগান এলাকার একটি পুকুর থেকে ১ যুবতীর লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। পুকুরে যুবতীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে কুলাউড়া থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর লাশ উদ্ধার করেছে। যুবতীর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারছে না পুলিশ।নিহত যুবতী নিপু বাউরী(২৪) কুলাউড়ার বরমচাল চা বাগানের বাসিন্দা দুলন বাউরীর স্ত্রী।

মঙ্গলবার ২৯ মে সকালে কুলাউড়ার বরমচাল চা বাগানের দিপু লাইন পুকুরে ঘটনাটি ঘটে।পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা নিপুর লাশ তার  বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই(উপ-পরিদর্শক) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিপু বাউরী নামের যুবতীর স্বজনদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি

সোমবার দিবাগত রাতে ঘরের দক্ষিণ পাশের পুকুর থেকে পানি আনতে গেলে সেখানে উপুড় হয়ে পড়ে মারা গেছে। ময়নাতদন্ত শেষে নিপুর  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন