এতিমদের সম্মানে যুগান্তর স্বজন সমাবেশের ইফতার

স্টাফ রিপোর্টার॥ দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের সম্মানে ২৮ মে সোমবার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি ও হোয়াইট পার্ল কলেজের কো-অর্ডিনেটর হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। হোয়াইট পার্ল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, লেখক মোঃ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান, প্রফেসর গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, শ্রমিক নেতা আব্দুল আলিম হালিম, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, রাজনগর উপজেলা সভাপতি রেজওয়ানুল হক পিপুল, সরকারি কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী ও ফটোনিউজবিডি সম্পাদক এমদাদুল হক প্রমুখ।  এ ছাড়াও স্বজন কলেজ, পৌর ও রাজনগর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন