কানাডার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা

রুহুল চৌধুরীঃ বঙ্গুবন্ধু কন্যা জননেত্রী বাংলাদেশের পরপর নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশগ্রহন করতে কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রনে কুইবেক আসছেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পথে আগামী ১০ জুন রবিবার টরন্টোর মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে তাঁর সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামীলীগ।

গত ২৭ মে রোববার টরন্টোর ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়মে কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামীলীগ, কুইবেক আওয়ামীলীগ, কানাডা ছাত্রলীগ,কানাডা যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সভায় শেখ হাসিনার সফরকে সফল করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষনা দেয়।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কানাডার দ্বিধাবিভক্ত আওয়ামী লীগে অভাবনীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। দুই বছর পর প্রথমবারের মতো আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক সাথে দলীয় সভা করেছেন এবং ইফতারে  অংশ নিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রীর গনসবংবর্ধনাকে সুন্দর ও স্বার্থকভাবে পরিচালনা করার জন্য একটি পরিচালনা কমিটি গঠিত হয়। অচিরেই পত্রিকার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

 

শেয়ার করুন