বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জালালাবাদবার্তা.কমঃ টরন্টোর ডাউন টাউনস্থ রিজেন্ট পার্ক খাদিম কমিটি মসল্লা ২৬০ সুমাক স্ট্রীট এ গত ২৮ মে সোমবার অনুষ্ঠিত হয়ে গেলো মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো  প্রতি রমজান মাসের আয়োজন – ইফতার ও দোয়া মাহফিল।

মাহফিলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদ চৌধুরী সাহেবের সদ্য প্রয়াত মা সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।


বিশাল এই আয়োজনে ইফতার কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম দাদুল এবং যুগ্ম-আহ্বায়কদ্বয় মুর্শেদ আহমেদ মুক্তা ও আব্দুল্লাহ্ আল মাহমুদ সুমন কে সার্বিকভাবে সহযোগীতা করেন রিজেন্ট পার্ক খাদিম কমিটির নেতৃবৃন্দ, এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দসহ রিজেন্ট পার্ক নিবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিবর্গ

টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।  আমন্ত্রিত শত শত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব।

 

শেয়ার করুন