মিনহাজ হোসেন ইতালীঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশ আর সৌহার্দ্য-সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মার্কোনী যুব সমাজের দোয়া ও ইফতার মাহফিল। প্রবাসীদের সামাজিক সংগঠন মার্কোনী যুব সমাজ রোমের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল গত ২৭ মে রবিবার সন্ধ্যায় মার্কোনী অলিম্পিক ক্লাব সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসে কর্মজীবনে সেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখে মার্কোনী যুব সংঘ। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে প্রবাসে ইসলাম ধর্ম প্রচারে তারা এক ধাপ এগিয়ে। মসজিদ না থাকা সত্ত্বেও প্রতি বছর খোলা মাঠে ঈদের নামাজ, রমজানে ইফতার মাহফিল সহ নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। মার্কোনী যুব সমাজের সকল নেতৃবৃন্দদের আমন্ত্রণে খোলা মাঠে বিশাল ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালি রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন। প্রবাসী মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে মার্কোনী অলিম্পিক ক্লাব সংলগ্ন মাঠে। এছাড়াও দেখা গেছে ইতালিয়ান, মরক্কো, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ানি ও বাংলাদেশি সহ অনেক সংখ্যক মুসলিম ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আরোও লক্ষ্য করা গেছে মহিলাদের জন্য ছিল সু বিশাল জায়গায় ইফতারের জন্য সুবিধা। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মার্কোনী মসজিদ সম্মানিত ইমাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালী’র নির্বাচিত সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সানপাওলো সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইমাম হাসান লিখন সহ মার্কোনী যুব সমাজের নেতৃবৃন্দেরা।অতিথিরা তাদের বক্তব্যেতে বলেন মসজিদ বাঙালি কমিউনিটির বিশাল অর্জন। মসজিদের সহযোগিতায় আমাদের সকল মুসলমানদের এগিয়ে আসা প্রয়োজন। মার্কোনীতে একটি জামে মসজিদের সাহায্য সহযোগিতার জন্য সকলের কাছেও আবেদন জানান তারা। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি-ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি-ইতালী, বৃহত্তর কুমিল্লা সমিতি-ইতালী, জালালাবাদ কল্যান সংঘ বৃহত্তর সিলেট ইতালী,কিশোরগন্জ জেলা সমিতি, সানপাওলো সামাজিক সংগঠন, ব্রাম্মন বাড়িয়া জেলা সমিতি-ইতালী, বাংকার সমিতি-ইতালী, সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। ইফতার মাহফিলে বিশ্বের নিপীড়িত, অবহেলিত মানুষের জন্য বিশেষ মোনাজাত ও মুসলিম উম্মাহর সকলকে আল্লাহ্ তাআলা সুস্থতার দান করুন এই কামনা করে এবং মার্কোনীতে একটি মসজিদ আবাদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।