বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বাজেট ঘোষণা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন বুধবার দুপুরে তার ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন। বাজেটে সর্বমোট ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৫৮৫ টাকা আয়, ১ কোটি ৬৭ লাখ ৩২ হাজার ১০০ টাকা মোট ব্যয় এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৪২ হাজার ৪৭৫ টাকা।

ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব আহমদ জাকারিয়ার সঞ্চালনায় বাজেট ঘোষণার আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আপ্তাব আলী, মো. বদরুল ইসলাম, আলতাফ হোসেন, আলীম উদ্দিন, ইউডিসি উদ্যোক্তা সব্যসাচী দে পরাগ, গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলু প্রমূখ।

শেয়ার করুন