স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
৩০ মে বুধবার জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় বাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ৫০ কেজি চাউলো বস্তায় ওজনে কম থাকাসহ বিভিন্ন অপরাধে হাবিব ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, হাজী ইয়াসিন আলী খাদ্য ভান্ডারকে ১ হাজার টাকা, মের্সাস রাজু ট্রেডাসকে ১ হাজার টাকা, মের্সাস তারেক খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।