ঢাকায় জালালাবাদ এসোসিয়েশনের আলোচনা ও ইফতার মাহফিল

জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে ঢাকাস্থ জালালাবাদ ভবন এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামীর সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ঢাকাস্থ সিলেট সমিতি উত্তরার সভাপতি ক্যাপ্টেন মিজানুর রহমান, সিলেট বিভাগীয় চাকুরিজীবী পরিষদের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সোহেল, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন গ্রিস শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি শাহ আলম তালুকদার প্রমুখ

অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মণি। এসময় ঢাকায় অবস্থানরত সিলেটের রত্নগর্ভ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠে পুরো অনুষ্ঠানটি।

সুত্রঃ এইবেলা.নেট

 

শেয়ার করুন