ডলি বেগমের সমর্থনে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো ও জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

জালালাবাদবার্তা.কম:: অন্টারিওর প্রাদেশিক নির্বাচন আগামী ৭ জুন, স্কারবরো সাউথওয়েস্টে ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি (NDP) থেকে প্রতিদ্বন্দিতা করছেন ডলি বেগম। এই প্রথম কানাডার মুল ধারার রাজনীতিতে কোনও বাংলাদেশী মেম্বার অব প্রভিন্সিয়েল পার্লামেন্ট (MPP) হিসাবে নির্বাচিত হওয়ার পথে।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনুমুখ ইউনিয়নে জন্ম নেওয়া তরুন এই রাজনীতিবিদকে নির্বাচিত করার জন্য দল মত নির্বিশেষে এগিয়ে এসেছেন বাংলাদেশী কমিউনিটির সকল ব্যক্তিবর্গ, এগিয়ে এসেছেন ব্যবসায়ী, কর্মজীবি জনসাধারনসহ টরন্টোর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ডলি বেগম এর জেলা সদর মৌলভীবাজারের সংগঠন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী ও সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব এবং টরন্টোস্থ সিলেট বিভাগীয় সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু ও সাধারন সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামান পৃথক দুইটি বিজ্ঞপ্তি প্রদান করেন। বিজ্ঞপ্তিতে তারা তাদের সংগঠনদ্বয়ের পক্ষ থেকে স্কারবরো সাউথওয়েষ্টের সকল বাংলাদেশী ব্যক্তিবর্গকে দল মত নির্বিশেষে একজন যোগ্য প্রার্থী হিসাবে ডলি বেগমকে সকলের অতিমূল্যবান ভোট প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন