আমি যে শহরে থাকি তার ঠিক উত্তর দিকেই প্রতিবেশী বাওডিং শহর। সেখানকার ৯০ বছর বয়সী এক গাড়ি প্রেমী মানুষ মিঃ চি। ছোটকাল থেকেই তিনি গাড়ি ভালবাসতেন। মৃত্যুর পূর্বে তিনি অনুরোধ করেছেন যেন তার লাশ গাড়িতে ভরে গাড়িসহ কবরস্থ করা হয়। তার ইচ্ছার প্রতি সন্মান জানিয়ে শত শত বাওডিংবাসী গতকাল তার মৃতদেহটি ব্যবহৃত হুন্দাই গাড়িতে করে কবর দেয়। অবশ্য ২০০৯ সালে যুক্তরাষ্টের সাউথ ক্যারোলিনাতে হ্যালয়ে নামের এক লোককে তার পন্টিয়াক গাড়িতে করে কবরস্থ করা হয়েছিল। ২০০৩ সালেও ফ্লোরিডার এক সেলুনে গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ আলেক্সান্ডার হ্যারিসকে তার বিলাস বহুল দামি কমলা রঙ্গের ল্যাম্বোরগিনি গাড়িসহ দাফন করা হয়েছিল। বিশ্বব্যাপী এধরণের ঘটনা হয়ত আরো আছে। যে দেহে প্রাণ নেই সেটির পঁচে যাওয়া অবশেষ গাড়িতে রাখার শখ কেবলই পাগলামী !
জন্মসূত্রে বাংলাদেশী ও ক্যানাডিয়ান নাগরিক, অন্টারিও সার্টিফাইড টিচার, প্রিন্সিপাল এবং হেড এন্ড গাইডেন্স অফ ক্যানাডিয়ান প্রোগ্রাম ইন হেংশুই, চায়না।