র‌্যাবের বিশেষ ভ্রাম্যমান আদালতের বিভিন্ন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এবং র‌্যাব সদর দপ্তর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এর সমন্বয়ে মৌলভীবাজার এলাকায় বিশেষভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন শাহ রোড, মোস্তফা সড়ক এলাকায় হাসপাতালের ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ, নি¤œমান সেবা, মেয়াদত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিতরণ এবং নি¤œমানের ঔষুধ বিক্রয়ের অপরাধে ড্রাগএ্যাক্ট ১৯৪০ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে লেইকভিউ প্রাঃ হাসপাতাল কে ১,৫০,০০০/- টাকা, দরজী মহল¬া শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার মেডিকেয়ার পলিক্লিনিক এন্ড ডায়াগস্টিক সেন্টার কে ১,৫০,০০০/- টাকা, কোর্ট রোড চৌমুহনা মেসার্স সুপার ড্রাগহাউজ ’কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

শেয়ার করুন