স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৩১ মে বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ৫০ কেজি চাউলের বস্তায় ওজনে কম থাকাসহ বিভিন্ন অপরাধে আহম্মদ হোটেলকে ২ হাজার টাকা, মেসার্স আহম্মদ স্টোরকে ২ হাজার ৫ শত টাকা, মাহবুব রহমান স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উল্লেখ্য মোসুমী ফল লিচুতে কোন প্রকার রং পাওয়া যায়নি। একই সাথে মাছ ও কাচামাল পাইকারী ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় খুচরা ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের সাথে সাথে পাকা ক্রয় ভাউচার দেওয়ার জন্য। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।