শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিষয় ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা ৩১ মে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে ৫৭জন শিক্ষার্থী, ৪জন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ৪ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৩জন ক্রীড়াবিষয়ক শিক্ষক এবং ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

শেয়ার করুন