ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ঢেউটিন বিতরণ

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ছনর মিয়ার অসহায় পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন তুলে দেয়া হয়েছে।

৩১ মে বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের বশির প¬াজায় মৃত ছনর মিয়ার পুত্র এম এ সামাদের হাতে ঢেউটিন তুলে দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তাদির হোসেন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস, সাবেক সাধারন সম্পাদক ও মানবকণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমদ, ব্যবসায়ী নুরুল আমীন সুমন প্রমুখ।

শেয়ার করুন