নিয়াজ এম আনোয়ারঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট বারের সাবেক আইনজীবি জনাব এ.এস.এম. আব্দুল মোবিন। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার তাঁকে শপথবাক্য পাঠ করান।
এদিন আরও ১৮ জন বিচারপতিও শপথ নেন। আব্দুল মোবিন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম অ্যাডভোকেট আব্দুল হাই সিলেট জেলা বারের একজন খ্যাতনামা আইনজীবি ছিলেন।
জনাব আব্দুল মোবিন ১৯৮৫ সালে সিলেট বারে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করেন। তিনি ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। জনাব আব্দুল মোবিন ২০০৮-২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।