“নেতা হয়ে নয়, কর্মী হিসাবেই থাকতে চাই” – এড. নাসির উদ্দিন খান

জালালাবাদবার্তা.কম:: বিয়ানীবাজারের কৃতি সন্তান, বৃহ্ত্তর সিলেটবাসীর গর্ব, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক সফল সাধারন সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান এর টরন্টোতে আগমন উপলক্ষ্যে গত ৩০ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার সময় টরন্টোর বাংলাটাউনস্থ মিজান কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো এক নাগরিক সংবর্ধনা।

টরন্টো প্রবাসী বৃহত্তর সিলেটবাসী কর্তৃক আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কানাডা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম (ইমরুল), কানাডা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বেলাল শামছুল, অন্টারিও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. আব্দুল হাই সুমন, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের সাবেক ভিপি ফয়জুল করীম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সিনিয়র সহ-সভাপতি লায়েকুল হক চৌধুরী, মিশিগান সিটি আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর খান, মিশিগান যুবলীগের মোঃ আজিজ সুমন, মিশিগান সিটি আওয়ামীলীগের জাবেদ রহমান, কানাডা যুবলীগের সভাপতি শরীফ উল্লাহ্‌, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি কানাডা ইনক এর সভাপতি টুনু মিয়া, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি কানাডা ইনক এর সহ-সভাপতি শাকিল খান, রোটারী ক্লাব ডেনফোর্থ এর সাধারন সম্পাদক, কবি ও সাহিত্যিক সুহেল আহমদ, কানাডা আওয়ামীলীগের তত্ত্ব সম্পাদক নজরুল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা এবং জালালাবাদ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরী, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন এবং জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা, অন্টারিও আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান প্রমূখ। বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূূলক কর্মকান্ডের প্রশংসার পাশাপাশি একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসাবে এড. খান এর ভূয়সী প্রশংসা করেন, বক্তারা জনাব খানকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংসদে দেখতে চান বলেও জানান। জনাব মুজাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বর্তমান সরকার কর্তৃক স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, সরকারী চাকুরীতে পঞ্চাশ ভাগ মহিলা কোটা, বিধবা ভাতা, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদান সহ বিভিন্ন উন্নয়নশীল কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এবং মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সহ-সভাপতি সুদীপ সোম রিংকু, সাপ্তাহিক দেশের আলোর সম্পাদক সাইদুন ফয়ছল, দেশের আলোর পরিচালক মাহবুব চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মুহিব খান, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, বাবলু খান, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের যুগ্ম-সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তা, চেনেল এস এর কানাডা প্রতিনিধি এবং মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এবাদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তুহিন মিয়া, সময় টিভি ও দেশেবিদেশে টিভির মন্ট্রিয়াল প্রতিনিধি শরীফ ইকবাল, মোঃ আব্দুল হামিদ, মকবুল হোসেন মঞ্জু, জালালাবাদ এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক শাবু শাহ্‌, আমিনুর চৌধুরী বাবু প্রমূখ।

এড. নাসির উদ্দিন খান তাঁর বক্তব্যে বালেন, তিনি নেতা হয়ে নন, একজন কর্মী হিসাবেই সকলের মধ্যে থাকতে চান। তবে, তিনি আরও বলেন নেত্রী যদি তাকে কোনও দায়িত্বভার অর্পন করেন তবে তিনি তা পালন করতে পিছপা হবেন না। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন কানাডা যুবলীগের সাধারন সম্পাদক এবং জালালাবাদ এসোসিয়েশনের প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন।

শেয়ার করুন