সিলেট প্রতিনিধি:বেঁচে থাকার লড়াইয়ে হেরে গেলেন ইকবাল মনসুর বেঁচে থাকার লড়াইয়ে হেরে গেলেন ইকবাল মনসুর দীর্ঘদিন লিভার ক্যান্সারের সাথে নিজের বেঁচে থাকার লড়াইয়ে অবশেষে হেরে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর।
বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। ইকবাল মনসুর ছিলেন সিলেটের এক পরিচিত আলোকচিত্রী। তিনি দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা কমিটির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি মা ও বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা যায়। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।
সা/২০১৮ বাংলাদেশ সময় ১৩৪৬