ছাত্রলীগের নতুন নেতৃত্ব আসবে বয়সসীমা ও ছাত্রত্ব দেখে: প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম.

বাংলাদেশ ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে বয়সসীমা এবং ছাত্রত্ব আছে কিনা দেখা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের আসন্ন জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বুধবার বিকাল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে গাজী টিভির সিনিয়র রিপোর্টার সাজু রহমান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন ছাত্রলীগের কমিটি কি ভোটের মাধ্যমে হবে, নাকি কমিটি গঠন করে প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে?

এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে হওয়ার সেভাবেই হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী তাদের তালিকা নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায় আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। হলে এই কমিটির প্রেস রিলিজ দেওয়া হবে। এতে সফল না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে। তবে ভোটের মাধ্যমে হওয়ারও একটা ঝামেলা আছে। তারা ইয়াং ছেলেপুলে, ভোটের মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা প্রভাবিত হতে পারে। তবে আমরা দেখবো ভোটের মধ্যে যোগ্য নেতৃত্ব এসেছে কিনা। না এলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে একটা উপযুক্ত বয়সসীমা রয়েছে, তাদের ছাত্র হতে হবে। এদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র রিপোর্টার এবং আওয়ামী লীগ নেতারা অংশ নিয়েছেন।

সূত্র:বাংলা ট্রিবিউন,প্রকাশিত ৮.২১,২ মে ২০১৮

শেয়ার করুন