শ্রীমঙ্গলের দ্বিতীয় কেন্দ্রে চা নিলাম কার্যক্রম শুরু বিষয়ে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ঘোষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আগামী ১৪ মে চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে নিলাম কার্যক্রম। এই নিলাম কেন্দ্রে সিলেট, চট্টগ্রাম ও দেশের বিভিন্নস্থান থেকে ব্রোকার, বায়ার ও বাগান মালিকরা অংশগ্রহণ করবেন।
এই তথ্য জানিয়ে রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে ৮ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের শুভ উদ্বোধন করেন। এই প্রেক্ষাপটে চলতি বছরের ১৪ই মে চট্টগ্রাম নিলাম কেন্দ্রের তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থেকে নিলাম কার্যক্রম শুরু হবে। এরপর তিন মাসে তিনটি নিলাম কার্যক্রম শ্রীমঙ্গল থেকে অনুষ্ঠিত হবে।
নিলাম কার্যক্রমে যাতে চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্রোকার ও বায়াররা স্বাচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে সেজন্য শ্রীমঙ্গলে আসা প্রতিটি আন্ত:নগর ট্রেনের অতিরিক্ত একটি বগি সংযোজন করা হবে।
টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন জানায়, তারা আশা করছে প্রথমদিনের নিলামে ৫০ থেকে ৫৫ হাজার কেজি চা নিলামে উঠবে। কেজি প্রতি ২শ’ থেকে ২শ’৩০ টাকা দামে এখান থেকে ওইদিন প্রায় সোয়া কোটি টাকার চা বিক্রি করা হবে। ইতিমধ্যে চট্টগ্রামের ৭টি ও স্থানীয় ৫টি ব্রোকার হাউস, চা বাগান মালিক ও ব্যবসায়ীরা নিলামে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করা হয়েছে।
তারা আরও জানায়, এখান থেকে নিলাম কার্যক্রম শুরু হলে চট্টগ্রামের সাথে ৩শ’ কিলোমিটার যানবাহন খরচ, মহাসড়কে যানজট, চা এর কেজি প্রতি দাম কমসহ চট্টগ্রামে আসা যাওয়ায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫ মিলিয়ন কেজি চা পাতা সাশ্রয় হবে।
নিলাম কেন্দ্র কার্যক্রম পরিচালনার জন্য টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠন যাবতীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশনের (টিও) শাখা লাইসেন্সপ্রাপ্ত হয়েছে এবং ইতিমধ্যে সংগঠনটি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস কর্তৃক নিবন্ধিত হয়েছে। এই সংগঠনটির মাধ্যমে নিলাম কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করতে সবাই প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব জহর তরফদার, চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ লুৎফুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, এম আর খাঁন চা বাগানের মালিক সিরাজুল ইসলাম চৌধুরী, ক্লোনেল চা বাগানের মালিক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, খায়রুজ্জামান শ্যামল মো.সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন