স্মরণ

মীর লিয়াকত আলী::

  • স্মৃতির পাখিরা উড়ে যায়, কাাঁদায়। কাঁদালেন সদ্যপ্রয়াত শফিকভাই। সুদীর্ঘ চাকুরীজীবনে তিনি ছিলেন স্মার্ট ও অত্যন্ত স্টাইলিস্ট ব্যক্তিত্ব। শমশেরনগর এ এ টি এম উচ্চবিদ্যালয়ের স্মরনাতীতকালের সেরা তিনজন শিক্ষার্থীর মধ্যে তিনি ছিলেন একজন। শফিকভাই ১৯৬৩
    সালে এএ টি এম হাইস্কুলে শিক্ষকতা করেন। তিনি যখন পিকিকে (করাচী) চাকুরী করতেন সে সময়ে আমি করাচী ইউনিভার্সিটির ছাত্র। ইউনিভার্সিটির হলে সিট পাবার আগে একই রুমে দুজনে থেকেছি অনেক কাছে থেকে তাকে দেখার ও চেনার সৌভাগ্য হয়েছে আমার। প্রাণবন্ত সুন্দর মনের মানুষ ছিলেন তিনি। তাঁর স্ত্রী রুখসানা (রুসু)
    ছিলো আমার ছোটবোন রেবার (বর্তমানে লন্ডনে) সহপাঠি। তাদের পরিবারের সবার সাথেও আমার প্রায় অর্ধশতাব্দির নিবিড় সম্পর্ক। শফিকভাইকে আল্লাহ্ বেহেশত নসীব করুন, তাঁর পরিবারবর্গকে শোক সহ্য করার তওফিক প্রদান করুন। তাঁর রুহু শান্তি লাভ করুক,
    এই কামনা আমার অত্যন্ত আন্তরিক।
শেয়ার করুন