ছিদরাতুল চৌধুরী:
বাচ্চাদের খেলার মাঠগুলোয় ছোট ছোট ছেলেমেয়েদের উপছে পড়া ভিড় দেখলেই বোঝা যায় অবশেষে শীতের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে টরন্টোর সকল শিশু কিশোররা। মা-বাবারাও বসে নেই, ছুটির দিনগুলোয় ছেলে মেয়েদের নিয়ে ছুটে যাচ্ছেন খেলার মাঠে অথবা কার্ণিভালগুলোয়।