কমলগঞ্জে লাঘাটা ছড়ায় ডুবে শিশুর মৃত্যু

 

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে লাঘাটা ছড়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।
রোববার সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তির সিএনজি অটোরিক্সা চালক আজমত মিয়ার ছেলে রাশেদ মিয়া (৫) লাঘাটা ছড়ায় ডুবলে সোমবার ৭ মে সকাল ৭টায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রাম এলাকায় একই ছড়ায় তার ভাসমান লাশ পাওয়া যায়।
রোববার শিশু রাশেদ ভরা লাঘাটা ছড়ায় পড়ে গেলে অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে তার লাশ ভেসে উঠে। গ্রামবাসীরা লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তনর করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে রোববার রাতে কমলগঞ্জ থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়েছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল শিশুর লাশটি গ্রহন করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।
শিশু রাশেদুলের বাবা আজমত মিয়া শিশু পুত্র ভরা ছড়ার পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতা বশত: এ দুর্ঘটনাটি ঘটেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (বাদশা ছড়ায় ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম লাঘাটা ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু ও লাশ মযনা তদন্তে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন