অজন্তা চৌধুরী: গত তিনবারের অভাবনীয় সাফল্যের পর আগামী পহেলা জুলাই কানাডা ডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে চতুর্থ বাংলাদেশ পথমেলা ২০১৮, আয়োজনটি অনুষ্ঠিত হবে বরাবরের মতো বার্চমাউন্ট প্লাজা (৪৬২ বার্চমাউন্ট রোড), টরন্টোতে। বাংলাদেশ পথমেলা কর্তৃপক্ষ আশা করে টরন্টো প্রবাসী বাংলাদেশিরা যেভাবে গত তিনবার এই আয়োজনকে সহযোগিতা করেছে, এবারেও তার ব্যাতিক্রম হবে না। কানাডা ডে উদযাপনে বাংলাদেশ পথমেলা ২০১৮ একটি আকর্ষণীয় এবং জাকজমকপূর্ণ অনুষ্ঠান দর্শকদের উপহার দেবে সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুই বাংলার জনপ্রিয় শিল্পী, কৌতুক অভিনেত্রী, ইউরোপ, আমেরিকা থেকে আগত শিল্পী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকবে চতুর্থবারের মতো বাংলাদেশ পথমেলা প্রাঙ্গন। নাচ, গান, কৌতুক, ছড়া, কবিতার পাশাপাশি ছোটদের জন্য থাকবে বিভিন্ন রাইডের ব্যবস্থা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা, মেহেদী এবং বিভিন্ন পণ্য ও খাবারের স্টল। স্টল ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ৪১৬-৮২২-৭১২০, ৪১৬-৮৯৩-০০২৮, ৬৪৭-৮৯১-৫৪৪৬, ৬৪৭-৬২৮-০০০৪।
সুত্র: সাপ্তাহিক দেশের আলো