টরন্টো, কানাডা প্রতিনিধি: ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর কর্মকর্তাদের সাথে গত ৬ই মে রবিবার রাতে ২৯৮৬ ডেনফোর্থ এভিনিউতে ৩য় জালালাবাদ মহাসম্মেলনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টরন্টোতে বারংবার সফলতার সাথে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের সফল আহ্বায়ক আবু যোবায়ের দারা জানান, তিনি যেহেতু এই ধরনের অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত এবং ৩য় জালালাবাদ মহাসম্মেলনের নেতৃবৃন্দের সাথে তাঁর অনেক দিনের সম্পর্ক সেহেতু তিনি এবং তাঁর অর্গানাইজেশন আসন্ন এই সম্মেলনকে সবধরনের সাহায্য এবং সহযোগীতা করবেন। বাংলাদেশী তরুণ সংগঠকদের মধ্যে দ্বীপ এবং সাকিব ও আসন্ন এই সম্মেলনে তারা সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করবেন বলেও জানান। একই সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিওর সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুল হকও জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনকে সাধুবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন, ৩য় জালালাবাদ মহাসম্মেলনের আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু, মহাসম্মেলনের সদস্য সচিব সাঈফ চৌধুরী ভুট্টু, মহাসম্মেলনের প্রধান সমন্বয়ক এবং জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামান সহ আরও অনেকে।
পরবর্তীতে স্থানীয় ঘরোয়া রেস্টুরেন্টে নৈশভূজের আয়োজন করেন মহাসম্মেলনের নেতৃবৃন্দ।
ফোবানা কর্মকর্তাদের সাথে ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর কর্মকর্তাদের মতবিনিময়
শেয়ার করুন