নিজস্ব প্রতিনিধি:: আসন্ন ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ আয়োজনের লক্ষ্যে গত ৬ মে রবিবার রাত ৮ ঘটিকার সময় স্থানীয় আদি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্ঠা মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর আহ্বায়ক এবং জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু, উপদেষ্ঠা নুরুল ইসলাম, উপদেষ্ঠা হাজী তুতিউর রহমান, উপদেষ্ঠা নুরুল ইসলাম আজাদ, উপদেষ্ঠা জামিল হোসেন, উপদেষ্ঠা আবুল লেইছ চৌধুরী, উপদেষ্ঠা শক্তি দেব, উপদেষ্ঠা আব্দুল মুমিত, উপদেষ্ঠা আব্দুল মন্নান প্রমূখ।
সভা থেকে উপদেষ্ঠা মন্ডলী আগামী ২১ এবং ২২ জুলাই অনুষ্ঠিতব্য ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এরআহ্বায়ককে সুন্দর এবং সফলভাবে সম্মেলন পরিচালনায় ক্ষেত্রে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
জা/ম: ১০৫-১৮/০৫/০৮