একজন ডলি বেগম এবং কিছু ভাবনা


ইঞ্জিনিয়ার নওশের আলী::
টরন্টোর স্কারবরো সাউথ-ওয়েস্ট থেকে প্রাদেশিক নির্বাচনে MPP পদে প্রতিদন্ধিতা করছেন একজন সারল্য, হাস্যেজ্জল, এবং আত্নপ্রত্যায়ি বাঙ্গালী তরুণী ডলি বেগম। ডলি বেগম এর অনুরোধে ছোট্ট পরিসরে মত বিনিমযের জন্য ছুটে গিয়েছিলাম তাঁর নির্বাচনী অফিসে। দুয়েকটা প্রশ্ন করে জানতে চেষ্টা করলাম তাঁর জীবন চলা, ছোট বেলা থেকে কঠিন সংগ্রামের মধ্যে এই স্কারবরোতে তাঁর বেড়ে ওঠার কাহিনি, কানাডার অন্যতম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন, তাঁর পেশা, রাজনীতি, এবং বিভিন্ন ভলান্টারি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা এবং বিভিন্ন সংগঠনে নেতৃত্ব প্রদান করার সংক্ষিপ্ত বিবরণ।

তাকে ব্যক্তিগত ভাবে চিনা বা জানার প্রয়োজনীয়তা আছে বলে আমি মণে করি না। তবে হ্যা আমি তাকে অবশ্যই চিনি এবং সে চেনাটা হচ্ছে সে আমাদের নতুন প্রজন্মের একজন সংগ্রামী তরুণী যার আত্নপ্রত্যয় দেখে আমি প্রচন্ডভাবে আশাবাদি। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাঙ্গালী কমুনিটির সবাই যদি তার সমর্থনে এগিয়ে আসি তাহলে ডলি বেগম ইতিহাস রচনা করতে পারবে বলে মণে করি। গত ১৮ বছরে আমি যেটা করতে পারি নাই বা গত ৩০/৪০ বছরে আমাদের বাঙ্গালী কমুনিটির কেউই যেটা করতে পারে নাই, ডলি বেগম সেই সম্ভাবনা নিয়ে এগিয়ে যাক এই অনুপ্রেরণা এবং আমার নিঃশর্ত সমর্থন ব্যক্ত করছি। বৃটেনে বাঙ্গালিদের গর্ব রুশনারা আলী বা রুপা আশা বা টিউলিপ সিদ্দিকি হিসেবে এই কানাডার বুকে দেখতে চাই ডলি বেগমকে।

কেউ হয়তো বলবেন বাঙ্গালী কমুনিটিতে কি অবদান আছে ডলি বেগমের? তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সাদামাটা বাঙ্গালী তরুণী প্রাদেশিক রাজনীতিতে মাত্র কয়েক বছরে তার অবস্থান পোক্ত করেছে। সে নিম্নে উল্লেখিত মেইন স্ট্রিম বা মাল্টি কালচারাল বিভিন্ন মুভমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা নেতৃত্ব প্রদান করেছে এবং বিভিন্ন সামাজিক ও ভলান্টারি কাজের সাথে সার্বক্ষণিক তার পদচারনা। সেই ডলি বেগম যদি এমপিপি নির্বাচিত হতে পারে তাহলে বাঙ্গালী কমুনিটিতে সরাসরি কিছু করার সুযোগকে সে পুরোপুরি কাজে লাগাবে বলে প্রতিশ্রুতিবদ্ধ।

টরন্টোতে বাঙ্গালীদের অনেক দিনের প্রতীক্ষা আমাদের একজন জন প্রতিনিধি নির্বাচিত করা। এখনই সময়, আসুন আমরা সবাই ডলি বেগমের পাশে দাড়াই এবং তার নির্বাচনে সহায়তা করি।

ডলি বেগমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
————————————-

DOLY BEGUM
1
EDUCATION
1. Master of Science, University College London, UK – Graduated 2015
Development Administration and Planning
MSc Dissertation: Discourse of Development and Gender in Bangladesh’s Garment
Industry.
2. Bachelor of Arts (Honours), University of Toronto, St. George – Graduated 2012
Specialist in Political Science;
Minor in Writing and Rhetoric.
Undergraduate Thesis: Education and Development – Backbone of a Nation.
3. SATEC @ W.A. Porter C.I., Graduated 2007
4. Gordon A. Brown M.S., Graduated 2003
PROFESSIONAL EXPERIENCE :
• At present, Doly is working as Research Officer at the Society of Energy Professionals.
• She was the Provincial Campaign Coordinator of the entire Keep Hydro Public
Campaign.
• She worked at the City Hall as Advisor (Constituency and Outreach) for Councillor
Kristyn Wong-Tam. She also worked for Councillor Janet Davis as Special Project
Liaison.
• Doly worked as an Intern at the Commonwealth Parliamentary Association, UK in
2014-15.
• She worked as Policy Analyst at University of Toronto in 2013-14
COMMUNITY/VOLUNTEER INVOLVEMENT
1. Warden Woods Community Centre
Vice Chair, Board of Directors (Present)
Secretary, Board of Directors (2016)
2. Power Unit Youth Organization (Markham)
Government and Community Relations, Board of Directors, (2015-2017)
President, Executive Member (2012)
Youth Development Director, Executive Member (2010)
3. Scarborough Health Coalition (part of Ontario Health Coalition)
Co-Chair (Present)
DOLY BEGUM
2
4. Muslim Youth Fellowship
Executive Member (2017-2018)
5. Victim Services Toronto
Crisis Counselor Volunteer (2016 – October 2017)
6. Bartlett School of Planning of University College London
Faculty Representative (2014 – 2015)
7. University of Toronto Students Union
Associate Vice-President (2009 – 2011)
8. NDP Scarborough Southwest Riding Association
Vice President, Provincial (Present)
AWARDS:
Dan Leckie City of Toronto Award
Chakravarty Bursary for Research, University of Toronto
New College Research Scholarship, University of Toronto
Ontario Volunteer Service Award
Christine Webb Memorial Award
City of Toronto Spotlight- South Asian Youth

শেয়ার করুন