জালালাবাদ বার্তা

বড়লেখায় বসতবাড়ি থেকে প্রাইভেটকার চুরি

 

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বসতবাড়ি থেকে রোববার রাতে একটি প্রাইভেটকার চুরি হয়েছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাইভেটকার মালিক মো. মাতাব উদ্দিন ৭ মে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার প্রাইভেটকার (চট্টমেট্রো খ-১১-০০৬৭) মালিক মো. মাতাব উদ্দিন সারাদিন গাড়িটি চালানো শেষে রাত ৯টায় বাড়ির উঠানে রাখেন। রাত ১২টায় তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন কারটি নেই। মাতাব উদ্দিনের ধারণা, রাতের যেকোনো সময় অজ্ঞাত চোরেরা প্রাইভেটকারটি চুরি করে নিয়ে গেছে। কারটির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আমিতাভ দাস তালুকদার জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

শেয়ার করুন