স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ইম্পিরিয়াল কলেজের মেধাবী ছাত্র মেহেদি হাসান শাকিল ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় মৌলভীবাজার ট্রাস্টের পক্ষ থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৮ মে রাতে মৌলভীবাজার ট্রাস্টের কার্যালয়ে, ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও কলামিস্ট, ব্যাংকার এড.মোঃ আবু তাহের ক্যান্সার রোগে আক্রান্ত মেহেদি হাসান শাকিলের পিতার নিকট এককালীন নগদ ১৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, এড.আব্দুল মতিন চৌধুরী, ট্রাস্টের সাধারন সম্পাদক, এড শেখ সিরাজুল ইসলাম সিরাজী, সৈয়দ তফজ্জল হোসেন, সৈয়দ নেপুর আলী প্রমুখ।