জালালাবাদ বার্তা

বড়লেখায় নাগরিক সংবর্ধনায় পৌরমেয়র কামরান ভোট নয়, পৌরবাসীর সমস্যাকেই প্রাধান্য দিয়ে কাজ করে যাবো

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেছেন, পৌরবাসীর ভালবাসা ও সহযোগিতাই তার শক্তি। দায়িত্ব পাওয়ার পর থেকে ভোট ধরে রাখার চেয়ে পৌরবাসীর সমস্যাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। অনেকে নানা সমালোচনা করলেও সচেতন পৌরবাসী যতেষ্ট সহযোগিতা করছেন।

শহরের যানজট ও তীব্র জলাবদ্ধতা নিরসনে তিনি সফল হয়েছেন। এক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭ মে  সোমবার সন্ধ্যায় পৌর নাগরিকের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হলে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম তাকে সম্মাননা প্রদান করেন।

পৌর নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা আ’লীগের সহসভপতি ডা. প্রণয় কুমার দে’র সভাপতিত্বে পৌর নাগরিক কমিটির সদস্য সচিব ইমদাদুল ইসলাম সজল ও যুগ্ম সচিব জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের শাসক দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সহসহভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, বণিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন ডিলার, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নারীশিক্ষা একাডেমির উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌর প্যানেল মেয়র তাজউদ্দিন,  কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহেদ, জেহিন সিদ্দিকী, রাহেন পারভেজ রিপন, আব্দুল মতিন, আব্দুল হাফিজ ললন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক কায়ছার পারভেজ, মছরুর আলম চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লতু, সাংস্কৃতিক কর্মী জুনেদ রায়হান রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল, যুবলীগ নেতা হারুনুর রশীদ বাদশা, নোমান আহমদ, রিঙ্কু রঞ্জন দাস, শেখরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন