উমা রানী ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়

স্টাফ রিপোর্টার॥ উমা রানী দাস শিমু এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে বড় হয়ে মানবসেবা করতে আগ্রহী। পর্যটন জেলা শহরের মৌলভীবাজার আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় উমা। বাবা ভজন চন্দ্র দাস অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার এসপিও/ব্যবস্থাপক ও মা স্বপ্না রানী দাস গৃহিনী।

উমারা মৌলভীবাজার শহরে বসবাস করলেও তাদের আদী বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আল্গী গ্রামে।

কৃতকার্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্বিকার করে উমা। সে সকলের দোয়া/আশির্বাদ প্রত্যাশী। 

শেয়ার করুন