ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় সদর উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।

৮ মে মঙ্গলবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে মফিজ মিট হাউজকে ২ হাজার, একই অপরাধের দায়ে রাসেল মিট হাউজকে ২ হাজার, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন)আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেটে পন্য ব্যবহারে সৃষ্ট ভয়াবহ ক্ষয়ক্ষতি সম্পর্কে ছবি না থাকায় আব্দুল মালেক খান স্টোরকে ২ হাজার, একই অপরাধ ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রির দায়ে জয় গুরু ভান্ডারকে  ৫ হাজার, মুরগির বর্জ্য আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করার দায়ে হামজা পোল্ট্রি হাউজকে ১ হাজার ও ওষুধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত মূল্য লিখে বিক্রি করার দায়ে মহসিন ড্রাগ হাউজকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের,  সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলিয়া খানমসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তাগণ।

শেয়ার করুন