নবীগঞ্জ প্রতিনিধি ॥ সোনার বাংলা করতে হলে কোন একটি সেক্টর বাদ দিয়ে করা সম্ভব নয় এবং এভাবে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারো কোন সমস্যা থাকবে না।
৯ মে বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা এনামুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি অনন্ত কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম। গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। পরে তিনি উপজেলার কাজীরবাজার ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন।