জালালাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত ৮মে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও ভূমি দাতাদের মধ্যে কারওরানবাজারস্থ জালালাবাদ ভবনে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।
এসোসিয়েশন সভাপতি সিএম তোফায়েল সামির সভাপতিত্বে এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা ও ভূমি দাতাদের পক্ষে আতাউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
জালালাবাদ বিশ্ববিদ্যালয় স্থাপন এখন আর স্বপ্ন নয় , বাস্তবায়নের পথে একটি প্রতিষ্ঠান। হবিগঞ্জ মৌলভীবাজার রোডে দিনারপুর পাহাড়ের পাদদেশে ৪৩ বিঘা জমি প্রদান করছে আতাউর রহমান ও সালমা বেগম পরিবার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উপদেষ্টা এ এস এ মুয়িজ সুজন, সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির ও আব্দুল মুবিন, সহ সভপাতি কাইয়ুম চৌধুরী, কোষাধ্যাক্ষ এড. জসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো আব্দুল হান্নান, সদস্য ইমাম মেহেদী চৌধূরী, এম এ রউফ প্রমুখ।
সূত্র: www.pnsnews24.com