বিড়ি শিল্প বন্ধ না করার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা॥ বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা ও এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার প্রতিবাদে মৌলভীবাজার আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: এর এরিয়া ম্যানেজার মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ মে বিকেলে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখা ও  জেলার বিড়ি ভোক্তা পক্ষের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নুরুজ্জামান এর সভাপতিত্বে ও বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারন সম্পাদক প্রণয় রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: এর আমিনুর রহমান,মৌলভীবাজার আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: এর টেরিটরি অফিসার মোঃ গোলাম রাব্বানী। এছাড়া প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ও মৌলভীবাজার আকিজ বিড়ি ফ্যাক্টরি লি: এর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্প ২ বছরের মধ্য তথা ২০২০ সালে এবং সিগারেট শিল্প ২০ বছর তথা ২০১৮ সালে বন্ধ করা হবে। ভারতে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা এবং হাজার প্রতি ট্যাক্স ১৪/- এবং বাংলাদেশ হাজার প্রতি ট্যাক্স ২৫২/- টাকা বৃটিশ আমেরিকান টোবাকো কতৃক ১৯২৪/- কোটি টাকার কর ফাঁকি এবং নিম্ন স্লাবের (ডার্বি পাইলট, হলিউড)  ৩৫/- টাকার স্থলে ২৭/- টাকায় বিক্রয় করা হয় এসকল বৈষম্য দুর করা এবং বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করার জোরালো দাবি জানান।

উল্লেখ্য যে ৪ এপ্রিল কালের কন্ঠ পত্রিকায় অর্থমন্ত্রীর চিঠি বিড়ির সঙ্গে নিষিদ্ধ হচ্ছে জর্দা ও গুল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয় আগামী ২ বছর পর দেশে কেউ বিড়ি উৎপাদন ও বিক্রয় করতে পারবেনা।

শেয়ার করুন