বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৯ মে বুধবার অপরাহ্নে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানের রাস্তার পাশের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। রশিদাবাদ, নিউ সমনবাগ, পাথারিয়া ও কেরামতনগর চা বাগানের চা শ্রমিকদের অর্ধশত কাচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। পৌরশহরের ডাকবাংলো মসজিদ সংলগ্ন স্থানের বিদ্যুৎ লাইন, খুটিসহ ৩টি ট্রান্সফরমার এবং অন্যান্য স্থানে আরো ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙ্গে মাটিতে পড়ে গেছে। বেকে গেছে অসংখ্য খুটি। কালবৈশাখী ঝড়ে উপজেলায় বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে গেছে। দুপুর দেড়টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে দেখা গেছে।
পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন।