স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজের পাশ থেকে একটি জীবিত বড় হাতিকে দীর্ঘ ২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার ৯ মে দুপুরে কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজের পাশে মনু নদীতে হাতিটি পড়ে গেলে অনেক চেষ্টার পর সেখান থেকে হাতিটি কে উদ্ধার করতে পারেনি স্থানীয় জনসাধারন। পরে বিকেল ৪ টার দিকে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ারসার্ভিস স্টেশনের উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে দুইটি ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২ ঘন্টা পর হাতিটিকে মনু নদী থেকে উদ্ধার করে। মৌলভীবাজার ফায়ারসার্ভিসের ফায়ারম্যান শাহীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।