শহরবাসী যানযটে জনসাধারণ পড়ছেন দুর্ভোগে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারর জেলা শহরের ব্যস্ততম সড়ক গুলোতে যানজট শুধু নিত্য সঙ্গী হিসেবেই পরিনত হয়েছে। ক্ষুদ্র এ শহরে ১৫ শত টমটম, প্রায় ১০ হাজার রিক্সা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিক্সা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে। এম সাইফুর রহমান রোড, সৈয়দ মুজতবা আলী রোড, চাঁদনীঘাট, ঢাকা সিলেট রোডে প্রতিদিন যানজট লেগে থাকে। ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে যতটুকু কার্যকর ভূমিকা রাখা দরকার ততটুকু ভুমিকা রাখা হচ্ছে কি না সে ব্যাপারে সচেতন জনমহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

যানযটের কারণে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারণ পড়ছেন দুর্ভোগে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চিকিৎসা স্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীদের। শুধু দিনের বেলা নয় রাতেও শহরে দেখা যায় যানযট। বিশেষ করে বাণিজ্যিক এলাকার এম সাইফুর রহমান রোডের এমবি ক্লথ ষ্টোর, বিলাশ ডিপাটমেন্ট ষ্টোর, কুদরত উল্লা রোডের মার্কেটের সামনে প্রতিদিনই একাধিক ভারি যান থেকে মালামাল লোড-আনলোড করা হয়। তাছাড়া পুলিশ বিভাগও যানজট মুক্ত রাখতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কয়েকজন পৌর নাগরিক বলেন, অবৈধ টমটম ও রিক্সা আটক, অবৈধ পার্কিং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ট্রাফিক পুলিশ বৃদ্ধিকরণসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহনের জন্য পৌর ও জেলা প্রশাসনের কতৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক গোলোতে যানযটের সৃষ্টি অন্যতম কারণ হিসেবে অনেকে বলছেন, ট্রাফিক আইন যথাযথ না মেনে অবৈধ ভাবে, দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে যার ফলে সড়ক দুর্ঘটনার মত ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে।তাছাড়া শহরের চৌমুহনীর পাশের সড়কে বসেছে অবৈধ ফুটপাতের দোকান যার ফলে সড়কের অধিকাংশ জায়গা দখল করে আছে হকাররা। অচিরেই যদি শহরের যানযট সমস্যা দুরিকরণে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যানযট সমস্যা ভয়াবহ আকার ধারন করবে।

শেয়ার করুন