বড়লেখায় উত্তর শাহবাজপুর  ইউপির প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান প্যানেলের ১ নম্বর সদস্য আবুল হোসেন আলমের মৃত্যু জনিত শূন্যপদ পূরণে এ পুনর্গঠন করা হয়।

৯ মে বুধবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পুনর্গঠন সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। পরিষদের সদস্যদের ভোটে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম আহমদ খান। ২ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন চেয়ারম্যান প্যানেল পুনর্গঠনের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে জানান, ‘প্যানেলের শূন্যপদ পূরণ করতে পুনর্গঠন করা হয়েছে।’

শেয়ার করুন