বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান প্যানেলের ১ নম্বর সদস্য আবুল হোসেন আলমের মৃত্যু জনিত শূন্যপদ পূরণে এ পুনর্গঠন করা হয়।
৯ মে বুধবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পুনর্গঠন সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। পরিষদের সদস্যদের ভোটে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম আহমদ খান। ২ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন চেয়ারম্যান প্যানেল পুনর্গঠনের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে জানান, ‘প্যানেলের শূন্যপদ পূরণ করতে পুনর্গঠন করা হয়েছে।’