বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এনাম উদ্দিন চেয়ারম্যান মোটরসাইকেল ও মো. শওকত আলী রেফ্রিজারেটর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপির উত্তরভাগ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমরান হোসেন জয় চুকারপুঞ্জি ফুটবল একাদশ রাফি মটরস চান্দগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আব্দুল আহাদ, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, মাধবকুন্ড পর্যটন পুলিশের ওসি আবু ফয়ছল মো. আতিক, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলার মিজানুর রহমান, রেজাউল হক, রাহেন পারভেজ রিপন প্রমূখ।
খেলার প্রথমার্ধ্বে ইমরান হোসেন জয় চুকারপুঞ্জি ১ গোলে করলেও দ্বিতীয়ার্ধ্বে রাফি মটরস চান্দগ্রাম গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ইমরান হোসেন জয় চুকারপুঞ্জি ০৩-০১ গোলে রাফি মটরস চান্দগ্রামকে পরাজিত করে।